Daily Rajshahi times/দৈনিক রাজশাহীর সময়

Latest Post

 


মামলা, আদালতে ছোটাছুটির মধ্যেও যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌঁড়ে অনেকটাই এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সাউথ ক্যারোলাইনায় দলের প্রাইমারিতে বড় ব্যবধানে হারিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হেইলিকে।

নানা অনিশ্চয়তা কাটিয়ে দলীয় মনোনয়নের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যেই তিনি নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

"বাইডেন, ইউ আর ফায়ারড্! গেট আউট, গেট আউট!"

আসছে নভেম্বরে জো বাইডেনের চোখে চোখ রেখে এই কথাটা বলবেন, ফেব্রুয়ারিতেই সেই ঘোষণা দিয়ে রাখছেন ডোনাল্ড ট্রাম্প।

 

রাজশাহীর পুঠিয়া ভালুকগাছি কান্তার বিলে জোরপূর্বক ফসলি জমিতে পুকুর খনন

করাকে কেন্দ্র করে ছয়টি গ্রামের গ্রামবাসীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে 

যেকোনো সময় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা এ ব্যাপারে পাঁচটি গ্রামবাসীর পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করেন এছাড়া সেপ্টেম্বর মাসের ৬ তারিখে ভালুকগাছি নওদাপাড়া গ্রামের মৃত কুকন ঠান্ডার এর ছেলে মো: আজাদ আলী  উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র জমা দেন

কান্তার বিলে ফসলি জমিতে পুকুর খননের স্থানে বর্তমানেও মাটি কাটার মেশিন রাখা রয়েছে পুকুর খনন কারীর সাথে অভিযুক্তরা পুকুর খননের শুরুর দিন থেকে পাঁচটি গ্রামের মানুষ মাইকিন করে রাত্রি পাহারা দিয়ে পুকুর খননের  প্রতিবাদ করে আসছে 

পুকুর খনন কাজে অভিযুক্তরা কৌশলে বিভিন্ন মহল কে গোপন চুক্তির মাধ্যমে ম্যানেজ করে গভীর রাত্রিতে পুকুর খনন এর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পুকুর খনন কে কেন্দ্র করে সেখানে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে মনে করছেন সচেতন মহল এ বিষয়টি তদন্তপূর্বক ব্যবহার গ্রহণ দাবি জানান তারা

 


 


 রাজশাহী প্রতিনিধি:
এরিনা ফোন বিডি লিমিটেড ও ইনোভাজিওন  টেকনোলজিস এবং মেটালেক্স যৌথ উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পযায়)এর আওতায় রাজশাহী  জেলার রাজশাহী সদরে শিক্ষকগণের 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার  সকালে শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ল্যাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক এর সভাপতিত্বে ও প্রশিক্ষক পলাশ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার মোঃ নুরুজ্জামান দেওয়ান , রাজশাহী বিভাগের প্রকল্প সমন্বয়কারী জাহিদ হাসান , রাজশাহী জেলা প্রকল্প সমন্বয়কারী মেহেদি হাসান, প্রশিক্ষণাথী সহকারী অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম, নীতিশ কুমার প্রাং, তানভীর ইসলাম তালুকতার, আবদুল্লাহ জুল আরেফিন (কাজল), মোঃ মোজাফফর হোসেন প্রমুখ। শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়সহ রাজশাহী সিটি কর্পোরেশনের মোট ৭টা ব্যাচের মধ্যে ৩টা  ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন  হয়। অপর দুটি ব্যাচের প্রশিক্ষণ লোকনাথ উচ্চ বিদ্যালয় ও সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।


দুই দিনব্যাপী অনুষ্ঠিত রাজশাহী জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ (উদ্ভাবক ও শিক্ষার্থী) ক্যাটাগরীতে প্রথম স্থান অধিকার করেছে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ী বিদ্যালয়ের সকল শিক্ষার্থী “9 Robotics” টিমের সদস্য।রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা প্রশাসক আব্দুল জলিল।

জানা যায়, “9 Robotics” চারঘাট উপজেলার একটি ডিজিটাল উদ্ভাবনী টিম। এই টিমের উচ্চ মাধ্যমিক গ্রুপের নেতৃত্বে রয়েছে জুলকারনাইন মনিটর ও মাধ্যমিক পর্যায়ের নেতৃত্বে রয়েছে তাঁর ছোট ভাই নাফিউল ইসলাম মেগাবাইট।”9 Robotics” টিম এবার চতুর্থ বারের মত জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী ও তথ্য প্রযুক্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো।
এছাড়াও “9 Robotics” টিম Humanoid Robot I Obstacle Avoiding Robot বানিয়ে উপজেলা পর্যায়ে ৬ বার প্রথম স্থান অধিকার করেছে।”9 Robotics” টিমের প্রতিষ্ঠাতা জুলকারনাইন মনিটর বলেন, আমি আমার দুই বন্ধুকে সাথে নিয়ে ২০১৪ সালে এই টিমটি গঠন করি। এখন ২৫ জন শিক্ষার্থী এই টিমের সদস্য। ২০১৪ সালে প্রথমবার জেলা পর্যায়ে আমরা প্রথম স্থান অধিকার করি। এবার চতুর্থবারের মত প্রথম হয়েছে আমাদের টিমের সদস্যরা। আমাদের লক্ষ্য ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দেশের কেন্দ্রীয় ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারঘাট উপজেলা ও রাজশাহীর জেলাকে চ্যাম্পিয়ন করা।


 রাজশাহীর চারঘাটের রাওথা গ্রামে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণের কাজ চলছে। গত বুধবার

অর্থের অভাবে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীর সংরক্ষণের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ঠিকাদারদের পাওনা হয়েছে ১২০ কোটি টাকার বেশি। এ পর্যন্ত বিল দেওয়া হয়েছে মাত্র ৩৪ কোটি টাকার। চলতি অর্থবছরে এ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ নেই।

পাউবো সূত্রে জানা গেছে, ‘রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাঁ তীরের স্থাপনাগুলো নদীভাঙন থেকে রক্ষা প্রকল্প’-এর আওতায় ৭২২ কোটি টাকার এ কাজ চলছে। এই প্রকল্পে মোট ১৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে ১০টি প্যাকেজে ১০ জন ঠিকাদার চারঘাটের রাওথা থেকে বাঘা উপজেলার গোকুলপুর পর্যন্ত ৪ দশমিক ৩ কিলোমিটার তীর রক্ষার কাজ পেয়েছেন। একজন ঠিকাদার ৮০০ মিটার পুনর্বাসনের (পুরোনো বাঁধ সংস্কার) কাজ পেয়েছেন। আর অন্য আটজন পেয়েছেন ১২ কিলোমিটার ১০০ মিটার নদী খননের কাজ। নদী খননের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে খননকাজ শুরু হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাউবো সূত্র আরও জানায়, প্রকল্পের মেয়াদ শুরু হয় ২০২০ সালের ১ জানুয়ারি। কাজ শেষ হওয়ার কথা ২০২৩ সালের ৩০ জুন। তীর রক্ষার কাজ পাওয়া ১০ ঠিকাদার ইতিমধ্যে ১২০ কোটি টাকার কাজ করেছেন। কিন্তু তাঁরা বিল পেয়েছেন মাত্র ৩৪ কোটি টাকা। অর্থ ছাড় না হওয়ায় পাউবো ঠিকাদারদের টাকা দিতে পারছে না। আর অর্থসংকটে ঠিকাদারেরাও কাজ এগিয়ে নিতে পারছেন না। ১০ জনের মধ্যে ৪ জন গত ঈদের আগে কাজ বন্ধ করে দিয়েছিলেন। কয়েক দিন আগে থেকে তাঁরা আবার কাজ শুরু করেছেন। কিন্তু কাজের গতি নেই।

গত রোববার চারঘাটের রাওথা ও বাঘার গোকুলপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীরে ব্লক বসানোর কাজ চলছে। গোকুলপুর গ্রামের ব্যবসায়ী আবু হুরাইরাহ (২৮) বলেন, নদীর ভাঙনে তাঁর নিজের প্রায় ১০০ আমগাছ বিলীন হয়ে গেছে। সব মিলিয়ে গ্রামের মানুষের ৪০০ থেকে ৫০০ আমগাছ পদ্মা নদীতে হারিয়ে গেছে। নদীর তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। এখন দেখা যাচ্ছে, এই কাজের কোনো গতি নেই। খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ চলছে। যে অবস্থা দেখছেন, তাঁর নিজের বাড়িটাও এখন ভাঙনের মুখে পড়েছে।

চারঘাটের রাওথা গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, নদীর তীর সংরক্ষণের কাজ সময়মতো না হলে তাঁরা ভাঙনের ঝুঁকিতেই থাকবেন। সামনে বর্ষাকাল আসছে। তখন ঝুঁকি আরও বাড়বে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, ব্যাংকঋণের ওপর নির্ভর করে তাঁরা এই পর্যন্ত কাজ করেছেন। কিন্তু এই কাজে ব্যাংক আর ঋণ দিতে চাচ্ছে না। এটা নিয়েই তাঁরা বিপাকে পড়ে গেছেন। তা ছাড়া তীর সংরক্ষণের অন্যতম উপাদান পাথরের সংকট দেখা দিয়েছে। দামও বেড়ে গেছে। কাজের শুরুতে যে পাথরের দাম ছিল ১৫০ টাকা সিএফটি ছিল, এখন সেই পাথরের দাম ২০৫ টাকা সিএফটি।

রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, ঠিকাদারদের প্রায় ১২০ কোটি টাকার কাজ হয়েছে। কিন্তু এ পর্যন্ত তাঁদের মাত্র ৩৪ কোটি টাকার বিল দিতে পেরেছেন। চতুর্থ কিস্তির টাকা এলে হয়তো আরও ১৭ কোটি টাকা দিতে পারবেন। কিন্তু ঠিকাদারদের পাওনা তার চেয়ে অনেক বেশি। চলতি অর্থবছরে কোনো বরাদ্দ না থাকার কারণে তাঁরা প্রকল্পের কাজটি দ্রুত এগিয়ে নিতে পারছেন না।

রাজশাহী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সারওয়ার-ই-জাহান বলেন, অর্থ ছাড়ের জন্য একাধিকবার তাঁদের কার্যালয়ের পক্ষ থেকে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সর্বশেষ এক মাস আগে এই চাহিদাপত্র দেওয়া হয়েছে।

 চড়কপূজা দেখতে মানুষের ভিড়। সোমবার বিকেলে রাজশাহী নগরের আলুপট্টি ঘাট এলাকায়

প্রথমবারের মতো রাজশাহীর পদ্মার চরে চড়কপূজার আয়োজন করা হয়েছিল। গতকাল সোমবার বিকেলে নগরের আলুপট্টি ঘাটের নিচে চরের এই মেলায় ভক্তদের প্রচুর ভিড় হয়েছে। দূরদূরান্ত থেকে ভক্তরা মনের ইচ্ছা পূরণের আশায় মেলায় এসেছেন বলে জানান।

বেলা তিনটার থেকে আলুপট্টি ঘাট দিয়ে হাজার হাজার মানুষ এই চরে নামতে থাকেন। মেলায় পুরুষের চেয়ে নারী ভক্তদের ভিড় বেশি ছিল। চড়কগাছ ঘোরানোর আগেই নারী ভক্তরা গাছের কাছে গিয়ে ভক্তি জানাতে থাকেন। তার আগে পদ্ম সর্বজনীন শিবমন্দিরে পূজা–অর্চনা হয়। এরপর সন্ন্যাসীরা পদ্মার চরে নেমে আসেন। তাঁদের পেছনে পেছনে শত শত মানুষ ভিড় করে চরে নামেন। বিকেল পাঁচটার দিকে চড়কগাছ ঘোরানো শুরু হয়। এ সময় ভক্তরা উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে সন্ন্যাসীদের উৎসাহিত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পদ্ম সর্বজনীন শিবমন্দিরের ব্যানারে এই মেলার আয়োজন করেন বিশ্বজিৎ সরকার, অন্তর সরকার ও কাঞ্চন সরকার। বিশ্বজিৎ সরকার প্রথম আলোকে বলেন, রাজশাহী শহরে কখনো এই পূজা হয়নি। তাঁরা উদ্যোগ নিয়ে প্রথমবারের মতো এই আয়োজন করেছেন। তিনি আরও বলেন, ১৩ মে এই পূজা শুরু হয়েছে। এই চড়কগাছ ঘোরানোর পর পদ্মায় শিবের প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে। যাঁর যা মনবাসনা আছে, তা পূরণের আশায় ভক্তরা এখানে এসেছেন। শিব তাঁদের সেই বাসনা পূরণ করবেন বলে তাঁরা বিশ্বাস করেন।

রাজশাহী নগরের রানীনগর এলাকা থেকে এসেছিলেন দুলালী রানী (৬০)। তিনি বলেন, মনের বাসনা পূরণের জন্যই এখানে এসেছেন। নগরের নওদাপাড়া এলাকা থেকে এসেছিলেন জয়ন্তী রানী দাস (৫০)। তিনি বলেন, ‘দেখতে এসেছিলাম। আর কিছু জানি না। তবে রাতে উপবাস করেছি এই আরকি।’

নগরের মির্জাপুর এলাকা থেকে এসেছিলেন পূর্ণ চন্দ্র লাল দাস (৬৫)। তিনি বলেন, যাঁদের মানত আছে, তাঁরাই চড়কে ওঠেন। আর তাঁরা এসেছেন তাঁদের উৎসাহ দিতে। যেন তাঁরা কোনো ভয় না পান। তবে বেশির ভাগ মানুষ এসেছেন মেলা দেখতে।
জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকা থেকে এসেছিলেন অশীতিপর বৃদ্ধ সুমিত্রা দাস। তিনি পড়েছিলেন হাজারো মানুষের ভিড়ে। তিনি বলেন, আনন্দলাভ হয়, পুণ্যলাভও হয়, তাই এসেছেন।

 

 স্টাফ রিপোর্টার : আব্দুল আল হিমেল

সড়ক সংস্কার কাজের ধীরগতি ও ধুলোবালিতে মুংলী-অনুপমপুর-ফরিদপুর -রুস্তমপুর এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার সামনে সোমবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা নওশাদ উদ্দিনের সভাপতিত্বে ও শাহ্ মখদুম (রান্টু) সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের ভোগান্তি ও সংস্কার কাজে অনিয়ম বিষয়ে প্রতিবাদ করে এলাকাবাসী বলেন রাস্তাটির সংস্কারকাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল তা ইতোমধ্যেই মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ। এতে চরম ভোগান্তি আর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীসহ সর্বসাধারণকে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা আরো বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যত্রতত্র ঘটছে দুর্ঘটনা। প্রায় দুই বছরে অর্ধশতাধিক পথচারী ও এলাকাবাসী এই দুর্ঘটনার শিকার হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছে প্রায় অনেকেই। এছাড়াও অবৈধ ইটভাটার কাজে ব্যবহৃত টলি ও ট্রাক দ্রুত গতিতে চলাচল করায় ধুলায় ধুসরিত রাস্তার পাশে বাড়িঘর যা চরম শিখরে পৌঁছে গেছে এই এলাকার মানুষজনের। দ্রুত এ সমস্যা সমাধান না করলে কঠোর আন্দোলনে নামবে এলাকাবাসী।

এছাড়াও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণাপ্রতিষ্ঠান এবং লোকালয় থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। মিলবে না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমনটাই বলা হয়েছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-তে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে চারঘাট উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ গজের মধ্যে পাঁচতারা ব্রিকস ও ছয়তারা ব্রিকস এবং ২০০ গজের মধ্যে কেটিএ ব্রিকস, টিবিএফ ব্রিকস ও এনআরএ ব্রিকস স্থাপন করে নিয়মিত চলছে ইট পোড়ানো কাজ।

এই পাঁচটি ইটভাটার পাশে তিনটি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

এতসব অভিযোগ এবং কাজে ধীরগতি সম্পর্কে চারঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন কাজে কোন সমস্যা নেই শতভাগ নিয়ম মেনে কাজ চলমান রয়েছে। এত সব তথ্য মোবাইলে দেওয়া সম্ভব নয় অফিসে আইসেন বুঝিয়ে দেব বলতে বলতে কল কেটে দেন এই কর্মকর্তা।

 আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ খবর জানতে ভিজিট করুন 

www.dailyrajshahitimes.com 

 

 রাজশাহী জেলার চারঘাট থানাধিন মুংলী, গ্রামে মোঃ মান্নান ইসলামের দোকান থেকে 7 ই ফেব্রুয়ারি 2022 আনুমানিক সকাল 11 টা থেকে 12:00 টার মধ্যে তার স্থানীয় মুংলী বাজার দোকান থেকে একটি সাইকেল হারিয়ে যাওয়ায় এরপর তিনি গ্রামবাসী সহযোগিতা নিয়ে চোরকে হাতেনাতে ধরতে পারেন সাইকেল চোরের নাম মোঃ কালু বিশ্বাস বয়স আনুমানিক 50 থেকে 60 বছর, ঘটনাস্থল থেকে সেই চুরি যাওয়া সাইকেল টি উদ্ধার করা হয় |

 


 



১৯৭৫ সালের ৩ নভেম্বর। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় চার নেতাকে। বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।

এ হত্যাকাণ্ডের আড়াই মাস আগে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বঙ্গবন্ধুকে হত্যার পর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তার চার বিশ্বস্ত সহযোগীকে।

এ হত্যাকাণ্ড স্মরণে প্রতি বছর ৩ নভেম্বর জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৯৭৫ সালের ৪ নভেম্বর ওই সময়ের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রিসালদার মোসলেহ উদ্দিনের নাম উল্লেখ করা হয়। বলা হয়, তার নেতৃত্বে চার-পাঁচ জন সেনাসদস্য কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করেন। গুলি করে নেতাদের হত্যা করা হয়। পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

রাজনীতির নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ অপেক্ষার পর ২০০৪ সালের ২০ অক্টোবর মামলার রায় ঘোষণা করে ঢাকার মহানগর দায়রা জজ আদালত। রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরকে খালাস দেয়া হয়। এরপর বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। ২০১৩ সালে আপিল বিভাগের রায়ের মাধ্যমে এর বিচারকাজ শেষ হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
জেল হত্যা দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবদুল হামিদ বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধী চক্র কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে।’

রাষ্ট্রপতি বলেন, ঘাতকচক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা।
তিনি বলেন, ‘ঘাতকচক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর আদর্শ চির অম্লান থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেয়া বাণীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা।’

গণতন্ত্র বিরোধী অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তির যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।’

আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগ মনে করে, জাতীয় চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষের সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতি পরাজিত হয়েছে।

যথাযথ মর্যাদায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবারের মতো এবারও জেলহত্যা দিবসের কর্মসূচি নেয়া হয়েছে সীমিত পরিসরে।

বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সব পর্যায়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ।

সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাতে নিহত সকল শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাতেরও আয়োজন করা হয়েছে।

এ সময় রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের কবরে ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাত করা হবে।

সকাল ১১টায় জেল হত্যা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভারও আয়োজন করেছে আওয়ামী লীগ।

এক বিবৃতিতে আওয়ামী লীগের সকল সাংগঠনিক জেলা, উপজেলা, ইউনিয়ন শাখা এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে ৩ নভেম্বর যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে জেলহত্যা দিবস পালনে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নাটোরে জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের পালন করা হচ্ছে জেল হত্যা দিবস।
আজ সকালে পুরাতন বাসস্টেন এলাকায় নৈনিক উত্তরকণ্ঠ পত্রিকার কার্যালয় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করা হয়। নাটোর-নওগাঁ (সংরক্ষিত) মহিলা আসনের রতœা আহমেদ এর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে ¤্রদ্ধা জানান। এসময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মালেক শেখ, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতেহাক হোসে ডলার , সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ দলীয় নেতৃবৃন্দ।


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ দেড় বছর পর উৎসব মুখর পরিবেশে নাটোরের স্কুলগুলো খুলেছে। আজ রবিবার শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ক্লাশ করতে পেরে আনন্দিত। প্রতিটি স্কুলে ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়া ও তাপমান যন্ত্র দিয়ে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা দেখার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকেই মাস্ক পরিধান করে ক্লাশে প্রবেশ করেছে। শিক্ষাথীরা জানায়, প্রায় দেড় বছর স্কুলের সংস্পর্শ ছাড়াই তাদের এক ঘেঁয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। যদিও পরে তারা অন লাইনে ক্লাশ করেছে। তবুও শিক্ষকদের ও স্কুলের সরাসরি সংস্পর্শে না আসায় তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে। এখন স্বাস্থ্যবিধি মেন সরাসরি স্কুলের শিক্ষকদের কাছে পাঠ নিতে পেরে তারা আনন্দিত। শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রনালয়ের সকল নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি আজ থেকে স্কুলে ক্লাশ শুরু করা হয়েছে। দীর্ঘদিন পরে স্কুল খুলতে পেরে তারাও আনন্দিত। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা পুরোপুরি মেনে চলতে পারলে তাদের কোন সমস্যা হবে না বলে তারা আশা প্রকাশ করে।


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন সহ মাসুম হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত মাসুম বগুড়ার পাল্লাপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে। র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়ার ক্যাম্প কমান্ডার মেজর নাজমুস সাকিব জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী- নাটোর মহাসড়কের বাবুর পুকুরপাড় এলাকায় চেকপোষ্ট বসায় র্যাবের একটি দল। রাত সাড়ে আটটার দিকে রাজশাহী থেকে পাবনাগামী যাত্রীবাহী মাছরাঙ্গা পরিবহনে তল্লাসী চালিয়ে মাসুম হোসেনকে আটক করা হয়। এসময় তার শরীরে থাকা সাতটি পলিথিন পেপারে মোড়ানো এক কেজি ২৯০ গ্রাম উদ্ধার করা হয়। যার মুল্য এক কোটি ঊনত্রিশ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায়, দীর্ঘদিন ধরেই সে মাদক ব্যবসার সাথে জড়িত। তারই ধারাবাহিকতায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে সে পাবনার দিকে যাচ্ছিল। শনিবার রাত দশটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাসুমকে সদর থানায় হস্তান্তর করা হয়।

 


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই স্লোগানকে সামনে রেখে ২৮ আগস্ট হইতে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮আগষ্ট) দুপুরে লালপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য অফিসার আবু সামা জানান, ২০১৯-২০২০ অর্থ বছরে মাছ উৎপাদন হয়েছে ৪হাজার ৭শত মেট্রিক টন এবং চলতি মৌসুমে উপজেলার ১৩টি পুকুরে ১লক্ষ ১০ হাজার টাকা ব্যায়ে ৩৬৭.৮ কেজি পোনা অবমুুক্ত করা হবে। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টা
নাটোরে ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারনিটি কর্মসূচীর উদ্যোগে জেন্ডার সমতা নারীর ক্ষমতায়নে ব্র্র্যাকের ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোর শহরের বড়গাছা নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ সংলগ্ন ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সভা কক্ষে এই মিটিং অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারনিটি কর্মসূচীর ইনসেপশন মিটিং এ প্রধান অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন। নাটোর জেলা ব্র্যাক সমন্বয়কারী লাইলু নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, নাটোর আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আবুল কালাম, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব) এএসএম গোলাম কিবরিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক গৌতম সরকার ও মোঃ সবুর (প্রগতি), নাটোর ব্র্যাকের ডেপুটি ম্যানেজার (এইচআর) মোঃ মাহমুদুর রহমান, বগুড়া জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারনিটি কর্মসূচীর (আরএম) আহসান হাবিব সহ ব্র্যাকের সকল কর্মসূচীর জেলা পর্যায়ের ব্যবস্থাপকগণ। মুল প্রবন্ধ উপস্থাপনা ও সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারনিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক পাবনা এর মোঃ মশিউর রহমান। 

ব্র্যাকের কর্মকর্তাগণ জানান, ১৯৭২ সাল থেকে ব্র্যাকের সকল কর্মসুচির কার্যক্রমে জেন্ডার বৈশম্য ও জেন্ডা ভিত্তিক প্রতিরোধ করে জেন্ডার সমতা আনায়নের জন্য কাজ করছেন । যার মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যে বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন, জেন্ডার বৈষম্য, যৌন হয়রানি কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে ব্র্যাকের সকল স্টাফ ও ভলান্টিয়ারগণ একযোগে এ কার্যক্রম সামনে এগিয়ে নিতে জোর ভুমিকা রাখছেন। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জেন্ডার বৈষম্য দুর করতে সবায়কে এগিয়ে আসতে হবে। এ কাজ পরিবার থেকে শুরু করতে হবে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে এ বিষয়ে ভূমিকা রাখলেই বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন, জেন্ডার বৈষম্য, যৌন হয়রানি কমিয়ে আনা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এরআগে ব্র্যাক সদর উপজেলা এলাকা অফিসে একটি গাছের চারা রোপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন। #


করোনার কারণে থমকে যাওয়া আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মিতু হত্যা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা, সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ঘুষগ্রহণ ও মানিলন্ডারিং মামলা এবং সাবেক বিচারপতি এস কে সিনহার ৪ কোটি টাকা আত্মসাতসহ আলোচিত বেশ কিছু মামলা রয়েছে। এছাড়া গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

করোনার কারণে ভার্চুয়াল আদালতে এমন অনেক মামলার জামিন শুনানি হয়েছে। তবে ১৯ আগস্ট থেকে সকল আদালত খোলায় বিচারের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।

এসব মামলার পাবলিক প্রসিকিউটর ও আইনজীবীদের থেকে জানা যায়, আলোচিত ঘটনাগুলোর আসামিদের বিরুদ্ধে অনেক মামলারই চার্জশিট দেয়া হয়েছে। এরইমধ্যে এসব মামলার অভিযোগ গঠন এবং বিচারকাজ শুরু হয়েছে।

আলোচিত ঘটনাগুলোর মধ্যে-

মিতু হত্যা মামলা

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা আক্তার মিতুকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ সুপার বাবুল আক্তার তখন চট্টগ্রাম থেকে বদলি হয়ে ঢাকায় ছিলেন। স্ত্রী হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম ফিরে তিনি নিজেই পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। এবং পুলিশের হেফাজত থেকে মামলার নথিপত্র বিচার বিভাগের হেফাজতে নিতে আবেদন করেছিলেন।

আবেদনের পাঁচ বছর পর মামলাটির নথিপত্র বিচার বিভাগের হেফাজতে থাকবে বলে সোমবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশ সাড়া দিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানও একই আদেশ দিয়েছেন বলে বাবুল আক্তারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান।

তিনি বলেন, মামলার নথিপত্র জুডিশিয়াল হেফাজতে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় থাকবে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাকে কাস্টডিয়ান (ম্যাজিস্ট্রেট) নির্ধারণ করবেন, তার অধীনে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় এগুলো রাখা হবে।

এদিকে চলতি বছরের মে মাসে স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল নিজেই আসামি বনে যান। এরপর ৪ মাস ধরে কারাগারে রয়েছেন বাবুল। গত ১৮ অগাস্ট ও ১০ অগাস্ট দুই দফায় তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। গত ২৯ মে বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ২৩ আগষ্ট সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে দেশের আলোচিত এ মামলায় সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়েছে। টানা ৩ দিন এ মামলায় সাক্ষ্যগ্রহণ করা হবে বলে আদালত সূত্র জানায়।

এদিন নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন- সিনহার সাবেক সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত।

কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, মামলায় স্বাক্ষ্যদানের জন্য ৮৩ জন স্বাক্ষীর মধ্যে প্রথম দফায় ১৫ জনকে উপস্থিত থাকতে ইতিমধ্যে সমন জারি করা হয়েছে।

এর আগে গত ২৬, ২৭ ও ২৮ জুলাই স্বাক্ষ্যদানের দিন ধার্য থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। পরে গত ১৬ আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫ আগস্ট স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।

গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর আবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় সেই সময় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি এবং রামু থানায় আরেকটি মামলা দায়ের করে।

সিনহা নিহতের ৬ দিন পর সাবেক পরির্দশক লিয়াকত আলী ও সাবেক ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলার তিন স্বাক্ষী এবং শামলাপুর চেকপোস্টে ঘটনার সময় দায়িত্ব পালনকারি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে পলাতক থাকা অবস্থায় টেকনাফ থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সর্বশেষ গত ২৪ জুন মামলার একমাত্র পলাতক থাকা আসামী টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেব আদালতে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারি সাবেক এএসআই সাগর দেব ছাড়া র‌্যাব ১৪ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এদের মধ্যে ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অন্য ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে গত বছর ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন র‌্যাব ১৫-তে দায়িত্বরত সহকারি পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আলোচিত হত্যাকান্ড বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের সাফাই সাক্ষী শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মোট ৪ জন সাফাই সাক্ষ্য দেন। গত ২২ আগস্ট আসামি জিয়ন ও রাসেল ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪০(৩) ধারায় নিজেরাই সাক্ষ্য দেন। এর মধ্যে দিয়ে মামলার সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

এর আগে ১৪ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে ২২ আসামি আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলায় মোট ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এর আগে গত বছরের জানুয়ারিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। এরপর মহানগর দায়রা জজ আদালত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠানোর আদেশ দেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারের বাইরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনসহ মোট ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছেন ৩ জন। অভিযোগপত্রে ৬০ জনকে সাক্ষী করা হয়েছে এবং ২১টি আলামত ও ৮টি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে।

ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক

ঘুষগ্রহণ ও মানিলন্ডারিং মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ঘুষগ্রহণ ও মানিলন্ডারিং এর অভিযোগে ২০১৯ সালের ২৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে।

পরে ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেদিন বিকাল সাড়ে ৪টার দিকেই পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ওই বাসা থেকে নগদ ৮০ লাখ টাকা জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবং দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনির

গত বছরের ২০ নভেম্বর গভীর রাত থেকে ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায় ৩টি মামলা করে র‌্যাব।

এর মধ্যে অস্ত্র মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এরই মধ্যে দিয়ে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

গত ২৩ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে অভিযোগ গঠন শুনানি হয়। এ সময় আদালতে গোল্ডেন মনির নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। অভিযোগ গঠন শুনানি হওয়ার পর আদালত এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

সাবেক বিচারপতি এসকে সিনহা

২০১৯ সালের ১০ জুলাই ঋণ জালিয়াতি এবং ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ৪ কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৪ আগষ্ট মামলার তদন্তকারি কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে এদিন তার জেরা শেষ হওয়ায় আদালত আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৯ আগস্ট দিন ধার্য করে।

এদিকে সোমবার তদন্ত কর্মকর্তার জেরার মধ্য দিয়ে মামলার ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এর আগে, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদি হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এই এ মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১০ ডিসেম্বর আদালতে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ।

এবিষয়ে বাংলাদেশ পুলিশের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা বলেন, এসব মামলা ছাড়াও বেশিরভাগ মামলায় এরই মধ্যে চার্জশিট দেয়া হয়েছে। অনেক মামলার তদন্ত কর্মকর্তারা করোনায় আক্রান্ত হয়েছেন।


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget