স্টাফ রিপোর্টার : আব্দুল আল হিমেল
সড়ক সংস্কার কাজের ধীরগতি ও ধুলোবালিতে মুংলী-অনুপমপুর-ফরিদপুর -রুস্তমপুর এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার সামনে সোমবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা নওশাদ উদ্দিনের সভাপতিত্বে ও শাহ্ মখদুম (রান্টু) সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের ভোগান্তি ও সংস্কার কাজে অনিয়ম বিষয়ে প্রতিবাদ করে এলাকাবাসী বলেন রাস্তাটির সংস্কারকাজ প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল তা ইতোমধ্যেই মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ। এতে চরম ভোগান্তি আর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীসহ সর্বসাধারণকে। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বক্তারা আরো বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যত্রতত্র ঘটছে দুর্ঘটনা। প্রায় দুই বছরে অর্ধশতাধিক পথচারী ও এলাকাবাসী এই দুর্ঘটনার শিকার হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছে প্রায় অনেকেই। এছাড়াও অবৈধ ইটভাটার কাজে ব্যবহৃত টলি ও ট্রাক দ্রুত গতিতে চলাচল করায় ধুলায় ধুসরিত রাস্তার পাশে বাড়িঘর যা চরম শিখরে পৌঁছে গেছে এই এলাকার মানুষজনের। দ্রুত এ সমস্যা সমাধান না করলে কঠোর আন্দোলনে নামবে এলাকাবাসী।
এছাড়াও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণাপ্রতিষ্ঠান এবং লোকালয় থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। মিলবে না পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমনটাই বলা হয়েছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-তে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে চারঘাট উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ গজের মধ্যে পাঁচতারা ব্রিকস ও ছয়তারা ব্রিকস এবং ২০০ গজের মধ্যে কেটিএ ব্রিকস, টিবিএফ ব্রিকস ও এনআরএ ব্রিকস স্থাপন করে নিয়মিত চলছে ইট পোড়ানো কাজ।
এই পাঁচটি ইটভাটার পাশে তিনটি প্রাথমিক ও দুটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
এতসব অভিযোগ এবং কাজে ধীরগতি সম্পর্কে চারঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন কাজে কোন সমস্যা নেই শতভাগ নিয়ম মেনে কাজ চলমান রয়েছে। এত সব তথ্য মোবাইলে দেওয়া সম্ভব নয় অফিসে আইসেন বুঝিয়ে দেব বলতে বলতে কল কেটে দেন এই কর্মকর্তা।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ খবর জানতে ভিজিট করুন
www.dailyrajshahitimes.com
Post a Comment