রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী

 রাজশাহী প্রতিনিধি:
এরিনা ফোন বিডি লিমিটেড ও ইনোভাজিওন  টেকনোলজিস এবং মেটালেক্স যৌথ উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পযায়)এর আওতায় রাজশাহী  জেলার রাজশাহী সদরে শিক্ষকগণের 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার  সকালে শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের ল্যাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক এর সভাপতিত্বে ও প্রশিক্ষক পলাশ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার মোঃ নুরুজ্জামান দেওয়ান , রাজশাহী বিভাগের প্রকল্প সমন্বয়কারী জাহিদ হাসান , রাজশাহী জেলা প্রকল্প সমন্বয়কারী মেহেদি হাসান, প্রশিক্ষণাথী সহকারী অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম, নীতিশ কুমার প্রাং, তানভীর ইসলাম তালুকতার, আবদুল্লাহ জুল আরেফিন (কাজল), মোঃ মোজাফফর হোসেন প্রমুখ। শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়সহ রাজশাহী সিটি কর্পোরেশনের মোট ৭টা ব্যাচের মধ্যে ৩টা  ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন  হয়। অপর দুটি ব্যাচের প্রশিক্ষণ লোকনাথ উচ্চ বিদ্যালয় ও সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget