৫৪ হাজার শিক্ষক নিয়োগের প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলে যেসব অসঙ্গতি বা অভিযোগ উঠেছে সেগুলো আমলে নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দ্রুত সমাধানের দাবি জানিয়েছে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত সুপারিশ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন এবং পরবর্তী নিয়োগ কার্যক্ৰমে যেন সংরক্ষিত পদ ও ইনডেক্স মুক্ত হয় সে বিষয়টি খেয়াল রাখার জন্য এনটিআরসিএ-এর কাছে দাবি জানানো হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যেন ৩৫ বছর বয়সী প্রার্থীদের যেন প্রাধান্য দেয়া হয়।
Post a Comment