মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরে বাগাতিপাড়ায় নিজ বাড়িতে স্বামী-স্ত্রীক খুন হয়েছেন। রহস্য উদঘাটনে বাগাতিপাড়া মডেল থানার পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন টিম তদন্ত শুরু করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার জামনগর নতুন পশ্চিমপাড়ায় এ জোড়া খুনের ঘটনা ঘটে। নিজ বাড়ির বারান্দায় আমির আলী ওরফে সমর (৭০) ও তার স্ত্রী আলেকা বেগম (৬৮) খুন হন। গৃহপালিত গরু পাহারা দেয়ার জন্য বারান্দার চৌকিতে মশারি টাঙ্গিয়ে তাঁরা ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় কে বা কারা এই বয়স্ক দম্পত্তিকে সিমেন্টের ভাঙ্গা খুঁটি ও ধারালো নিড়ানি দিয়ে আঘাত ও কুপিয়ে খুন করে। শনিবার সকালে তাঁদের নাতি শিমুল (২৩) নানা-নানি'র রক্তাক্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশসহআইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন টিম ঘটনাস্থলে তদন্তে আসেন। পুঠিয়ার সাবাজপুর এলাকার দৃষ্টিপ্রতিবন্ধি আমিন আলীর ছেলে শিমুল। আমিন আলী অসুস্থতার কারণে দীর্ঘ দশ বছর যাবত শ্বশুরের জমিতে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী স্বপ্না ও পুত্র শিমুল সহ বসবাস করে আসছেন। শ্বশুর-জামাইয়ের বাড়ির দূরত্ব কোয়ার্টার কিলোমিটার। শিমুল মাঝে মাঝে নানার সংসারে কামলা হিসেবে বিভিন্ন কাজ করেন। শিমুল কামলা হিসেবে কাজ করতে এসে নানা-নানি'র রক্তাক্ত লাশ দেখে চিৎকার দেয়। উভয় লাশের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ ও জখমের চিহ্ন রয়েছে। নিহত দম্পত্তির একমাত্র ছেলে আলতাফ হোসেন চাকুরীর কারণে স্ত্রীসহ ঢাকার গাজীপুরে থাকেন। আলতাব হোসেনের একমাত্র মাদকাসক্ত ছেলে মেহেদি হাসান লেমন (১৭) বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে। প্রাথমিক ভাবে গরু চুরি করার সময় দেখে ফেলায় তাদের হত্যা করা হয়েছে এমন ধারনা করলেও কোন গরু চুরি না হওয়ায় হত্যার রহস্য আরো জটিল হয়ে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেলা পৌনে তিনটায় রিপোর্ট লেখা পর্যন্ত সি আইডি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন টিম ঘটনাস্থলে অবস্থান করছেন। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বলেছেন, তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। লাশের ময়নাতদন্ত ও মামলা দায়েরের পাশাপাশি হত্যার রহস্য উৎঘাটনের জন্য কাজ শুরু করেছেন
Post a Comment