দুই ট্রাকের সংঘর্ষ, রাস্তায় পড়ে ছিল মোটরসাইকেল আরোহীর ছিন্নভিন্ন লাশ


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার খর্দগাতোগিয়া গ্রামের মৃত বিচ্ছেদ আলীর ছেলে ইউসুফ (৬০)। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘতে। স্থানীয়রা জানায়, সকালে লবণ ভর্তি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০৬৩৬৪) মৌখাড়া থেকে গুরুদাসপুরের নাজিরপুরে যাওয়ার পথে চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া বাটুর মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেখানে মোটারসাইকেল আরোহী ইউসুফ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোটারসাইকেল আরোহী ইউসুফ। এতে ইউসুফের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে ছিল। এদিকে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ছিন্নভিন্ন লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, লাশ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকার মবিউলের ছেলে ঘাতক ট্রাকচালক নাইম আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget