নাটোরে বাস ও ট্রাক সংঘর্ষে- আহত ১৫



মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ নাটোরে যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলর্স কোচ ও মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রেজওয়ান আহমেদ জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলর্সের যাত্রীবাহী একটি কোচ বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ীর অন্তত ১৫ জন আহত হয়। এ সময় ট্রাকের চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। পরে ট্রাকের সামনের এক অংশ কেটে তার চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণে সড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget