নাটোরের শংকরভাগে আদিবাসী স্কুল ছাত্রীর আত্মহত্যা


স্টাফ রিপোর্টারঃ নাটোর সদর উপজেলায় গলায় ওড়না পেচিয়ে সোনামনি পাহান(১৫) নামের এক আদিবাসী স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার রাতে উপজেলার শংকরভাগ গ্রামে এই ঘটনা ঘটে। সোনামনি একই এলাকার আনন্দn পাহানের মেয়ে এবং দরাপপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

পুলিশ, পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, রবিবার রাতে উপজেলার শংকরভাগ গ্রামে একটি বিয়ে বাড়ী থেকে বাড়ী ফিরে আসে সোনামনি। পরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ীর পাশের একটি আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি টের পেয়ে স্থানীয় তাকে মূমুর্ষ অবস্থায় দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সোমবার দুপুরে নাটোর সদর হাপাতাল মর্গে নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পুন্ন হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget