নাটোরে আখচাষী ও চিনিকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট ও মানববন্ধন

 

 


মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ 

নাটোরে রাষ্ট্রীয়করণ বাতিল,বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল চিনিকল খুলে দেওয়া উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন বহুমুখীকরণের দাবীতে নাটোরে অবস্থান ধর্মঘট মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে পাট,সুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষী চিনিকল সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। অবস্থান ধর্মঘট মানববন্ধনকালে বক্তব্য রাখেন নাটোর চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান,নাটোর চিনিকলে আখচাষী প্রতিনিধি জাফরুল ইসলাম বুলবুল আব্দুল করিম, উত্তরবঙ্গ আখচাষী প্রতিনিধি মশিউর রহমানসহ নেতৃবৃন্দ। সময় বক্তারা বলেন, রাষষ্ট্রায়ত্ব পাটকল, চিনিকল, সুতা বস্ত্রকলগুলো একের পর এক বন্ধ ঘোষণা করে এসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের আখচাষীদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তারা রাষ্ট্রীয়করণ বাতিল,বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল চিনিকল খুলে দেওয়া উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন বহুমুখীকরণের দাবী জানান। এসব দাবী দ্রুত মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget