রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা


বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সংস্থার পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল ১০ টায় রাজশাহী জেলার তানোরের কামারগাঁ সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদানের লক্ষ্যে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়।

ফ্রি স্বাস্থ্য ক্যাম্প এর শুভ উদ্ভোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আজহারুল ইসলাম, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেনসহ অন্য্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে তানোর এলাকার ১২৪ জন শিশু, নারী ও পুরুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দেয়া হয়। এখানে জ্বর,সর্দি কাশি, মাথা ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, গর্ভবতীদের সমস্যা প্রভৃতি সমস্যাজনিত রোগীকে সেবা ও ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রণ ও ফলিক এসিড, কৃমিনাশক ট্যাবলেট, পুষ্টিকনা, প্যারাসিটামল, এন্টাসিড প্রভৃতি ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget