তানোরে বিধবা এক নারীর ঘরে এক দলিল লেখককে আপত্তিকর ঘটনা

রাজশাহীর তানোরে বিধবা এক নারীর ঘরে উত্তম কুমার (৩৮) নামের এক দলিল লেখককে আপত্তিকর ঘটনায় গভীর রাতে বন্দি করে গ্রামবাসী। তার বাড়ি তানোর সদরের হিন্দুপাড়া মহল্লায়। পিতা মৃত পূর্ণ্য চন্দ্র কর্মকার। এঘটনায় আজ (২ আগস্ট) সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে বন্দি দলিল লেখককে উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।

তবে, বিষয়টি নিয়ে রহস্যজনক কারণে থানায় নিয়মিত মামলা করা হয়নি। শুধু ৫৪ ধারায় উত্তমকে আটক দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছে থানা থেকে ২০০ গজ দূরে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তানোর পালপাড়া মহল্লায় ভিকটিমের বসতবাড়িতে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি রোববার দিবাগত রাতে বিধবা জৈনক নারীর (২৮) ঘরে আপত্তিকর অবস্থায় উত্তম কুমারকে প্রতিবেশি সুফল ছাড়াও অনেকে দেখতে পাই। এঅবস্থায় বাহির থেকে ছিকলি তুলে দরজা বন্ধ করে প্রতিবেশিরা। পরে রাতেই থানা পুলিশকে মোবাইলে অবহিত করা হয়। কিন্তু তৎক্ষণাত থানা পুলিশ সাড়া দেয়নি বা আমলে নেয়নি। সকালে বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে পুলিশ ঘটনাস্থল থেকে উত্তমকে আটক করে থানা হেফাজতে নেয়।

এনিয়ে আটকের সময় উত্তম কুমার বলেন, ওই বিধবা নারীর সঙ্গে তার দীর্র্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানে ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশি সুফল নামের একব্যক্তি বাহির থেকে শিকলি দিয়ে তাকে ওই নারীসহ ঘরে বন্দি করে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে ওই বিধবা নারী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। একারণে উত্তম কুমারকে ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে বলে জানান ওসি।


Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget