চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চারঘাট পৌরসভার থানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই শিক্ষার্থী নিজ বাড়িতে ফ্যান মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম আলিফ ইসলাম শিশিম (১৬)। সে থানাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেওয়ান আলীর ছেলে। 
নিহত শিশিম স্থানীয় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশিম মাঝে মাঝে শখের বসে বৈদ্যুতিক জিনিস মেরামতের কাজ করতো। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাতাল দিয়ে ফ্যানের তার লাগানোর সময় অসাবধানতা বশত সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে শিশিম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ তার বাড়িতেই আছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ থানায় নিয়ে আসা হয়নি। 

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget