নাটোরে মাস্ক না পরায় ২৭ জনকে জরিমানা



মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে নাটোরে শুরু হয়েছে ভ্রাম্যমান আদালতের অভিযান। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানের প্রথম দিনে মাস্ক পরিধান না করায় নাটোরে ২৭ জন ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত নাটোর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন জানান, অভিযানের সময় মাস্ক পরিধান না করায় ২৭ ব্যক্তিকে দুই’শ টাকা করে মোট ৫ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া নিম্নআয়ের মানুষদের মধ্যেও মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, শতভাগ মাস্ক নিশ্চিত না হওয়ায় পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget